কালুখালীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
আবুল কালাম আজাদ, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৪৮ তম জাতীয় ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়েছে। কালুখালী উপজেলার স্কুল,মাদরাসা ও কারিগরী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশ নেয়।
দুপুরে রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার মধ্যদিয়ে প্রতিযোগীতার উদ্বোধন করা হয়। এসময় একাডেমিক সুপার ভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ,উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক লিয়াকত আলী খান, রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী ,গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ শেখ, ক্রিড়া শিক্ষক আবুল কালাম আজাদ, মোঃ ইয়াসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments